হতাশা আর আর্তনাদের গল্পে ছেয়ে আছে মিডিয়া। বিশ্বের বিভিন্ন প্রান্ত নিপিড়িত মানুষের আহাজারি দেখে স্বাভাবিক থাকা কষ্টকর হয়ে পড়ছে। বিশেষ করে, নির্যাতিত মানুষদের একটা বড় অংশ যখন আমাদের মুসলিম ভাই ও বোনেরা। এই পরিস্থিতিকে অনেকেই চমৎকার কিছু কাজ করার সুযোগ হিসেবে দেখছেন, এবং নিপিড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। আমরা মনে করি এ ধরনের কাজ করার পাশাপাশি, আমাদের উচিত রাসুল (সঃ) এর জীবন থেকে নতুন করে শিক্ষা নেয়ার। প্রচন্ড প্রতিকূলতার মুখে রাসুল (সঃ) কী করেছিলেন? আল্লাহ্র শ্রেষ্ঠ সৃষ্টি, তাঁর হাবীব (সঃ) হয়ে তাঁর জীবনে কি আসলে তেমন কোন কঠিন সময় এসেছিল? তা’ইফ নিয়ে ২ পর্বের সিরিজের প্রথম পর্ব – যেদিন ওরা নবীজির (সঃ) রক্ত ঝরালো। --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/wordofpeace/support
04/13/21 • 58 min
Generate a badge
Get a badge for your website that links back to this episode
Select type & size
<a href="https://goodpods.com/podcasts/word-of-peace-392591/%e0%a6%af%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%b0-%e0%a6%b8-%e0%a6%b0%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%b2-55483429"> <img src="https://storage.googleapis.com/goodpods-images-bucket/badges/generic-badge-1.svg" alt="listen to যেদিন ওরা নবীজির (সঃ) রক্ত ঝরালো on goodpods" style="width: 225px" /> </a>
Copy